স্টাফ রিপোর্টার:
দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে ঝাঁকজমকভাবে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনব্যাপী কর্মসূচি হিসেবে পৌর শহরের পুরাণ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে বুধবার (১ জানুয়ারী) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শুভেচ্ছা গ্রহন ও মিষ্টিমুখ চলে, সন্ধ্যা ৬টায় বিশ্বনাথ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, রাত ৭টার দিকে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়, রাত ৮টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। কেক কাটা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী বদরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েছ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত বাদশা, আলমগীর হোসেন।
বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশ্বনাথ প্রেসক্লাবে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবে আগত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।