ঝালকাঠিতে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্যকে হুমকির অভিযোগ

জাতীয়

বরিশাল প্রতিনিধি:

ঝালকাঠির গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য এনামুল হক জহিরুলকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তাকে জানে মেরে ফেলবে বলে ঔদার্থপূর্ন আচারন করে। জনপ্রতিনিধিত্ব ও নেতৃত্বের জনপ্রিয়তার কারনে জহিরুল এলাকার কিছু মুখোষধারী, দলের মধ্যে ঘাপতি মেরে থাকা সুযোগসন্ধানীদের কাছে অপ্রিয় হয়ে উঠেছে।২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম’র হুমকি এ বিষয়ে বর্তমান মেম্বর এনামুল হক জহিরুল জীবন নিরাপত্বা থেকে ঝালকাঠি থানায়
সাধারণ ডায়েরি যার নং ৯৯৫। লিখিত সুত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারী রাত ৮ টা ২০ মিনিটের সময় এনামুল হক জহিরুল মেম্বর একটি জানাযায় অংশগ্রহণ করার জন্য দক্ষিণ চৌয়ারিপাড়ায় গেলে সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং বলে বাচ্চু সরদার এর মতো লাশ খালে ভাসতে পারে। সেখানে প্রায় ২ শত লোক উপস্থিত ছিলেন। ঝালকাঠি থানার এস আই আরিফিন এ বিষয়টি তদন্ত করছেন। প্রসংগত বিগত কিছুদিন যাবৎ রাজনৈতিক, সামাজিক কর্মকান্ড নিয়ে বিরোধ চলছিল এলামুল ও শাহ আলমের মধ্যে। যার বহিঃপ্রকাশ চূড়ান্ত রূপ নিল এই হত্যার হুমকির মধ্য দিয়ে। যেখানে একজন ইউপি সদস্যকে হত্যার হুমকি দেয়া হয় সেখানে সাধারন জনগন কতটা নিরাপদ তা সত্যিই উদ্বেগের বিষয়। এ বিষয়ে জহিরুল বলেন আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, আমি সাধারন ডায়েরি করেছি। প্রশাসনের কাছে আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেছি। বাকী দায়িত্ব প্রশাসনের। হুমকির কারন জানতে চাইলে জহিরুল বলেন আমার অপরাধ আমি অন্যান্যের প্রতিবাদ করি। এলাকার মানুষ আমাকে পছন্দ করে। আমার জন্য অনেকে অন্যায় করে দলের ভাবমুর্তি নষ্ট করতে পারে। এই সব কারনে আমাকে এখন জানে মেরে ফেলার পায়তারা করছে একটি চক্র। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠ বিচার দাবী করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *