টস জিতে ব্যাটিঙয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক

খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে স্টেডিয়ামে এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে টস করতে নেমে জয় হল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।

অসুস্থতায় লিটন দাস ছিটকে পড়ায় তানজিদের ওয়ানডে অভিষেক অনেকটা নিশ্চিতই ছিল, সেটাই হয়েছ। বাংলাদেশের ১৪৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ক্যাপ পেয়েছেন ২২ পেরুনো বাঁহাতি তরুণ।

বাংলাদেশ একাদশে রেখেছে মোট ছয় বোলার, এরমধ্যে তিনজনই অবশ্য অলরাউন্ডার। আফিফ হোসেনের বদলে একাদশে এসেছেন শেখ মেহেদী হাসান। সাকিব ও মিরাজের পাশাপাশি তিনি তৃতীয় স্পিনার। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, আছেন মোস্তাফিজুর রহমান। তবে হাসান মাহমুদের বদলে খেলানো হচ্ছে আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *