টিকটকের আড়ালে মাদক ব্যবসা- আড়াই হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

টিকটকের আড়ালে মাদক ব্যবসা করায় শরিফুল ইসলাম টগর ও মিম আক্তার নামক ২ টিকটকারকে ২ হাজার ৫ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর।
আজ বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) বিকালে যশোরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতাকৃত শরিফুল যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে ও মিম বেজপাড়ার মুকুল হোসেনের মেয়ে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান- যশোরের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পান ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বাসযোগে যশোরে আসছে। উল্লেখিত খবরের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে মনিহার বাসস্ট্যান্ডে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয় এবং তাদের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।কিন্তু র‌্যাবের উপস্থিতিতে টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েক সহযোগী নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
তিন আরও জানান-আটককৃতদের মাদক দ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *