মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে টিকিট কালোবাজারিতে জড়িত সন্দেহে রানা ভট্টাচার্য (৩১) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল । এ সময় তার কাছ থেকে ৭৬ টি ট্রেনের টিকিট জব্দ করা হয়।
গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মৌলভীবাজার সড়কের ৩ নং পুল এলাকায় এই অভিযান চালায় র্যাব। আটক টিকিট কালোবাজারি শ্রীমঙ্গলের দক্ষিণ ভাড়াউড়া ৩নং পুল এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য এর ছেলে।
এ সময় তার কাছ থাকা নিজের ব্যবহৃত একটি স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখের ৭৬টি অনলাইন টিকিট এবং নগদ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রানা ভট্টাচার্য জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, আটক কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন