শতাব্দির প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে একটি শৌচাগার নির্মাণ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে খুদে ৪ জন শিক্ষার্থী।
রাজধানীর ধানমন্ডি মাষ্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ট শ্রেণির খুদে চার শিক্ষার্থী রেনাইসা রহমান, ফারিয়া রাইসা, জাপরিন ওয়ারিশা ও শায়ান কবির তাদের টিফিনের টাকা বাঁচিয়ে তিলে তিলে সঞ্চিত টাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে এই শৌচাগার নির্মাণ করে দেন। কবি গোলাম মোস্তফা’র ভাষায়-
আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে
ঘুমিয়ে আছে মন্তরে
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে।
স্মরণকালের ভয়াবহ এ বন্যায় নিজেদের অবস্থান থেকে মানুষ ও মানবতার তরে নিজের অর্থ বিলিয়ে বিরাট ভূমিকা রেখেছেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান সায়েম বলেন,
এটা একটা এক্সামপোল। ছোট ছোট শিশুদের দেশের মানুষের প্রতি ওদের মমত্ববোধ, ওদের চিন্তা আমার কাছে বিষয়টি খুবি আশা জাগানিয়া মনে হয়। সবাই যে শুধু গেইমস আর ট্যাব নিয়ে ব্যস্ত তা না, অনেকেই আছে যারা চারপাশ দেখে, চারপাশ জানে।