টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খেলাধুলা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় বাদে অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর তাই হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশ কোচের জন্যও টিকে থাকার লড়াই। এর আগে, ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছিল ৪-৩ ব্যবধানে।

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহেমদ বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে আসার পর ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এ নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া কথাও বলেছেন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘কে খেলবেন, কে খেলবেন না এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।’

এদিকে, বাংলাদেশের ফুটবলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না।

ফুটবল সমর্থকদের জন্য সুখবর এই যে, টিভিতে ম্যাচটি দেখানো না হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। ২৫ টাকা খরচে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে দেখা যাবে বঙ্গবিডিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *