বাংলাদেশ ও ভারতের এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচটি বাংলাদেশ থেকে কীভাবে দেখা যাবে, তা নিয়ে সমর্থকদের মাঝে কদিন আগেও ছিল নানা প্রশ্ন। তবে তাদের স্বস্তির খবর দিল দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
ভারতের শিলংয়ে বাংলাদেশ ও ভারতের প্রথম লেগের ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
বাংলাদেশের দর্শকদের জন্য এই ম্যাচটিকে ঘিরে বিশেষ আকর্ষণ হামজার কারণেই। ইংলিশ ক্লাব ফুটবলের চেনা এই নাম জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন বাংলাদেশকে। লাল-সবুজের জার্সিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড খেলা এই ফুটবলারের প্রথম ম্যাচটি বাড়িয়ে দিয়েছে সবার আগ্রহ।
আর সেটা আরও বাড়িতে দিতে টি স্পোর্টস সুযোগ করে দিল ম্যাচটি সরাসরি দেখার। উল্লেখ্য, এর আগে ফুটবলের কাতার বিশ্বকাপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মত বড় ইভেন্ট সহ দেশ-বিদেশের অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ ও টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস।
শেয়ার করুন