ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচন নিয়ে বলেছেন, ‘আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটমেন্ট।’ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘গঠিত তিন কমিটিরে মতামতের ভিত্তিতে নিবার্চন হবে। আমরা ডাকসু নির্বাচন করতে চাই, এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। আমরা নির্বাচন করতে চাই। কারণ জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটিমেন্ট এটা। আমরা করতে চাই এ জন্য না যে কোনো রাজনৈতিক দল এসে আমাদের কী বলবে। নির্বাচন দেওয়ার কারণ, এটা আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানোর পথ।’
তিনি আরও বলেন, ‘আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারনির্ভর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাকে চালু করতে চাই। সেটাকে আমরা রিভাইভ করতে চাই।’
নির্বাচন কবে হবে, তা নিয়ে ঢাবি ভিসি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশানসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।‘
শেয়ার করুন