ডাকসু নেতা রাফিয়া পুলিশি হেনস্তার শিকার : সাদিক কায়েম

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলেন তিনি।

একই সঙ্গে খুনি হাসিনার পক্ষে বিবৃতি দানকারী তথাকথিত শিক্ষক এবং জুলাই গণহত্যার প্রত্যক্ষ সমর্থনদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট কর্মকর্তাদেরকে কালবিলম্ব না করে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।

এত শহীদের রক্ত, এত জীবন, এত ত্যাগের পরেও খুনিরা দেশের ছাত্রসমাজ ও জনগণের উপর হামলা চালিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে—তা আমরা কখনো সহ্য করবো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *