সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এর আগে মেলায় স্থান পাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বিভিন্ন দপ্তরের ১৭টি স্টল পরিদর্শন করেন তিনি। পরে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে একটি র্যালী বের করা হয়। সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ওসি(তদন্ত) আরিফুল ইসলাম, ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জয় দেব, উপজেলা চেয়ারম্যানের সিএ জীতেন বর্মন, নির্বাহী কর্মকর্তার কার্য়ালয়ের অরুন অধিকারী, ভুমি অফিসের সত্য রঞ্জন রায় প্রমূখ। সভা শেষে মেলায় স্থান পাওয়া স্টলগুলোর মধ্যে তিন কাটাগরিতে পুরস্কার দেয়া হয়। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে স্টলগুলোর মধ্যে ছাতক সরকারী বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করে। কলেজ পর্যায়ে প্রথম ছাতক সরকারী ডিগ্রি কলেজ, দ্বিতীয় সরকারী টেকনিকেল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান লাভ করে মঈনপুর জনতা ডিগ্রি কলেজ স্টল। এ ছাড়া সরকারী-বেসরকারী স্টলগুরোর মধ্যে উপজেলা কৃষি অধিদপ্তর প্রথম, উপজেলা ডিজিটাল সেন্টার দ্বিতীয় এবং উপজেলা নির্বাচন অফিস তৃতীয় স্থান অধিকার করে। ##
শেয়ার করুন