ডেঙ্গু : মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৯

জাতীয়

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আক্রান্তদের মধ্যে ২৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৭১ জন ঢাকার মধ্যে এবং ২১৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬২ হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৯৬৫ জন ডেঙ্গু রোগী।অন্যদিকে, চিকিৎসা শেষে ৬১ হাজার ২৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।এদের মধ্যে ৩৮ হাজার ৬১৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ৬৪৬ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

 

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭৬ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *