ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন

জাতীয়

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ২৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আক্রান্তদের ২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সাতজন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০৫ জন ঢাকার মধ্যে এবং ২২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে ঢাকায় ৮১৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ১২২০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।এদের মধ্যে ৭০৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫১৬ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার অধিবাসী।একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

সূত্র : ইউএনবি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *