দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিরাই প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ । ১৩মার্চ সোমবার রাত ৮ ঘটিকায় দিরাই পৌর শহরস্থ সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি চারণ করে সাংবাদিকদের প্রতি তাঁর মহানুভবতার কথা তুলে ধরেন। তিনি জীবদ্দশায় দিরাইয়ে প্রেসক্লাব ভবন নির্মাণের যেনপ্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়টি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী সাংসদ জয়া সেনগুপ্তা কে অবহিত করেন ।
এসময় তিনি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,বর্তমান সরকারের উন্নয়ন কাজের বাস্তব চিত্র আপনারা তুলে ধরবেন। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে সরকার খুবই আন্তরিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলান, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, মোসাহিদ আহমেদ, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, তথ্য সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সদস্য দিপংকর বনিক দিপু, প্রমুখ।
শেয়ার করুন