ঢাকায় বিএনপির ৩৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

জাতীয়

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ধরপাকড় চালিয়ে পুলিশ বিএনপির কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে এই ধরপাকড় চালানো হয়।

জানা গেছে, বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

এর বাইরে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করা হয়েছে বলে বিএনপির দাবি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের সংখ্যা জানায়নি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ডিএমপির একটি সূত্র জানায়, গতকাল ডিএমপি মোট ৪১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ৩৬৬ জন। গত মঙ্গলবার রাতে বিএনপির ৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, রাজধানীতে বিএনপির হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেপ্তারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে হাজার ছাড়িয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা।’

রিজভী বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সমাবেশের স্বাধীনতার বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *