রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে আজ শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিএনপির গণসমাবেশ। এ সমাবেশে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশের আগেই সেখানে গিয়ে পৌঁছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের নিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে যান। এসময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা খালেদা জিয়াসহ বিএনপির সকল কারারুদ্ধ নেতাকর্মীর মুক্তি ও সরকারের পতন দাবি করেন।
এর আগে শুক্রবার রাতে আরিফুল হক চৌধুরী গোলাপবাগ মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- আওয়ামী লীগ সরকারের শত বাধা-বিপত্তির পরেও শনিবারের গণসমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাতের মধ্যেই মাঠ ভরে বিএনপি নেতাকর্মীরা এখন রাস্তায়। আশা করছি- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়ে শনিবারের গণসমাবেশ সফল ও স্বার্থক করে তুলবেন।
মেয়র আরিফ আরও বলেন- খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে আমাদের ঢাকার নেতৃবৃন্দ এ গণসমাবেশের আয়োজন করেছেন। কিন্তু সমাবেশের আগেই আমাদের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ হাজার হাজার নেতাকর্মীকে সরকার জেল পাঠিয়েছে। কিন্তু এত কিছুর করেও সরকার আমাদের দমিয়ে রাখতে পারবে না। সমাবেশের একদিন আগেই কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে সমাবেশস্থল।
বিএনটি একটি সুশৃঙ্খল দল উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- দেশব্যাপী অনুষ্ঠিত গণসমাবেশগুলোতে আপনারা দেখেছেন, শত বাধাবিপত্তি পেরিয়েও নেতাকর্মীরা এসব সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এখানেও করবে। আমরা বিশ্বাস করি- আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই একদিন এই জালিম সরকারের পতন হবে এবং আমাদের কারাব্ন্দী সকল নেতাকর্মীদের মুক্ত করা হবে।
শেয়ার করুন