ঢাকায় সিলেট বিভাগের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২ অক্টোবর ) বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল-কবির-রিজভীর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাতি আব্দুল কাইয়ুম চৌধুরী রবিবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- দলের ঘোষিত কর্মসূচির বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির হাই কমান্ড। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন- এছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম বেগবান করার নির্দেশনা দিয়েছেন।
শেয়ার করুন