ঢাকা উত্তর জামায়াতের আমীর সেলিমসহ ১৪ নেতাকর্মী আটক

রাজনীতি

রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করা হয়েছে।

শুক্রবার ৭ এপ্রিল সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সেখান থেকে ১৪ জনকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশের পরিচয়দানকারীর সদস্যরা। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় ও পদবী নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *