
মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
যায়নি।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা তিন জন একটি ভ্যানে বসা ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫