ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বরই আমরা সমাবেশস্থল নয়াপল্টনে যাবো : মির্জা ফখরুল

রাজনীতি

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সমাবেশ আমরা করবো। আমরা অবশ্যই আমাদের সমাবেশস্থল নয়াপল্টনে যাবো। এর মধ্যে যদি সরকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো প্রস্তাব দেয় সেটি ভেবে দেখব আমরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব একথা বলেন।

নয়াপল্টনে যানবাহন ও জনসাধারণের চলাচল ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এমতাবস্থায় কিভাবে বিএনপি সেখানে সমাবেশ করবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা ইতোপূর্বেও পুলিশকে বলেছি সকল প্রতিবন্ধকতা প্রত্যাহার করুন। মানুষের মত প্রকাশের সুযোগ দিন। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। এতে বাধা দিলে কোনো প্রকার সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব পুলিশের এবং সরকারের।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *