তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
জীবন দিয়ে হলেও এ নির্বাচন বন্ধ করা হবে। শনিবার (২৮ অক্টোবর) আরামবাগে সমাবেশে এ কথা বলেন তিনি।
জামায়াতের আমিরসহ সব নেতার মুক্তি চেয়ে মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী শুধু আল্লাহর আইন চালু করতে চায়। এর বাইরে কিছু নয়। আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না।
এর আগে, সকালে থেকে মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।
শেয়ার করুন