তফসিল বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

সিলেট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ মানুষ বাকশালী অবৈধ সরকারের হাত থেকে মুক্তির প্রহর গুণছে। অবিলম্বে প্রহসনমূলক অবৈধ তফসিল বাতিল করতে হবে, ছাত্রসমাজ এই তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

পাতানো নির্বাচনের পথ থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। অন্যথায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য স্বৈরাচার অবৈধ সরকার দায়ী থাকবে।
তিনি বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রহসনমূলক অবৈধ তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মিছিলটি নগরীর শামিমাবাদ পয়েন্ট থেকে শুরু হয়ে কাজলশাহ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শিবিরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *