তানভীরের ক্যালিওগ্রাফি

সিলেট

আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যারা নিজের পেশার বাইরে বিভিন্ন ধরনের কাজে চমৎকার সাফল্য অর্জন করেছেন, যা তার পেশাকেও ছাপিয়ে গেছে। এমনই একজন মানুষ সায়ীদ আহমদ তানভীর। পেশা শিক্ষকতা হলেও তার সুন্দর সুন্দর সব ক্যালিওগ্রাফি মানুষের মন জয় করে নিয়েছে। ক্যালিওগ্রাফি করে মাসে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন। সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগর গ্রামের তানভীর কওমি মাদ্রাসা থেকে দাওরা ও ইফতা সম্পন্ন করে সিলেট জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

তানভীরের মা-বাবার হাতের লেখা খুব সুন্দর ছিল। তারা সুন্দর সব দৃশ্য ডিজাইন করে বাঁধিয়ে রাখতেন। এ বিষয়গুলো তানভীরকে অনুপ্রাণিত করত। তিনিও এভাবে লেখার কথা ভাবতেন। ২০০৬ সালে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালিকায় তার লেখা থাকত। ২০১৯ সালে মাহবুব মুর্শিদের ক্যালিওগ্রাফি কোর্স তার চোখ খুলে দেয়। তার প্রথম ক্যালিওগ্রাফি ছিল কালেমায়ে তায়্যিবা, দ্বিতীয়টি আয়াতুল কুরসি।

২০১৯ সালে এক সহপাঠীর কাছে ক্যালিওগ্রাফি বিক্রির মাধ্যমে তার আয় শুরু। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তানভীর এ পর্যন্ত প্রায় ৩০০টি ক্যালিওগ্রাফি করেছেন। পাঁচ বছর ধরে ক্যালিওগ্রাফি তার আয়ের অন্যতম উৎস। মাসে গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করেন। তবে কাজ কমবেশির ওপর আয় নির্ভর করে বলে তিনি জানান। সর্বনিম্ন দুই হাজার টাকা, আর সর্বোচ্চ লাখ টাকা দামের ক্যালিওগ্রাফি তার কাছে পাওয়া যায়।

তানভীর শুধু নিজে ক্যালিওগ্রাফি করেন না। তিনি অফলাইন, অনলাইন দুভাবেই আগ্রহীদের ক্যালিওগ্রাফি শেখান। তানভীর ক্যালিওগ্রাফি একাডেমির মাধ্যমে প্রতি মাসে কম করে হলেও দুটি কোর্স করান। প্রতি কোর্সে ১৫ জনের মতো অংশ নেয়। এ পর্যন্ত এভাবে শতাধিক আগ্রহীকে ক্যালিওগ্রাফি শিখিয়েছেন তিনি। সিলেট ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর।

তানভীরস নামে তার ফেসবুক পেজ আছে। এই পেজে গেলে তার ক্যালিওগ্রাফি যেমন দেখা যায়, তেমনি ইনবক্সে অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। একই নামে ইউটিউব চ্যানেল আছে, যেখানে তিনি টিউটোরিয়াল আপলোড করেন, যা দেখে নতুনরা উপকৃত হতে পারে।

ভালো কাজ করলে যেমন এক্সিবিশনের (প্রদর্শনী) সুযোগ ও পুরস্কার দুটোই জোটে। তানভীরও এর বাইরে নয়। তিনি দেশ-বিদেশে এ পর্যন্ত আটটি এক্সিবিশনে অংশ নিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অবসকিউর আর্টিস্ট অব বাংলাদেশ, উইন্টার আর্ট ফেস্টিভ্যাল, ঢাকা, সিরাতুন্নবী (সা.) ক্যালিওগ্রাফি প্রদর্শনী, আমেরিকা।

বাংলাদেশে চারুশিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সিরাতুন্নবী (সা.) ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া টেন মিনিট স্কুল ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন ছিল তার। যারা একদম নতুন। ক্যালিওগ্রাফি শিখতে আগ্রহী। তাদের জন্য তানভীরের ৪টি পরামর্শ হলো শিখন, অনুশীলন, বড়দের অনুকরণ ও লেগে থাকা।

তানভীরের ক্যালিওগ্রাফির জীবনে যেমন আনন্দ আছে, তেমনি দুঃখের ঘটনাও আছে। ক্যালিওগ্রাফির টাকা জমিয়ে তা দিয়ে বায়তুল্লাহর জিয়ারতে যান তিনি। এটা তার সবচেয়ে আনন্দের ঘটনা। ক্যালিওগ্রাফি নিয়ে তানভীরের অনেক স্বপ্ন। তিনি ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে ক্যালিওগ্রাফি শিল্পের একজন ধারক-বাহক হতে চান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *