তানযীম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুলের উদ্বোধন

সিলেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক ডীন, শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুবে এলাহী বলেছেন, দেহ, মন ও আত্মার সমন্বিত উন্নতি ছাড়া শিক্ষা পরিপূর্ণতা পায় না। অথচ আধুনিক শিক্ষাব্যবস্থায় যার শূণ্যতা আমরা অনুভব করি। আবার দ্বীনি ও নৈতিক শিক্ষার ধারক বাহক কিছু কিছু মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হয়। যা দেখে কষ্ট পাই। আশাকরি নতুন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান তানযীম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুল সিলেট, এক্ষেত্রে অগ্রণী ও যথোপযুক্ত ভূমিকা রাখবে।

তিনি সোমবার সকালে তানযীম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুল সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ইনচার্জ সাঈদ হোসাইনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ছাতক গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের সাবেক ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল হাসনাত। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন রাগীব রায়হান ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হেলাল আহমদ।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, বর্তমানে নৈতিকতা বিবর্জিত আধুনিক শিক্ষার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন নাগরিক ও নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হচ্ছে না। দুর্নীতিসহ অনৈতিক কার্যক্রমের প্রসারে নৈতিক শিক্ষার অভাবই মূলত দায়ী। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞানের যুগ। জাতির নেতাদের আরও জ্ঞানী হতে হবে। ইসলামী শিক্ষার ইতিহাস অনেক বর্ণাঢ্য। বর্তমান দুনিয়ায় সভ্যতার ধ্বজাধারী লোকেরা ইসলামী শিক্ষাকে অবজ্ঞা করা কিংবা পাশ কাটিয়ে যাওয়া মানায় না।

কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, নিয়মিত পড়াশুনার পাশাপাশি সত্য কথা বলা, সালাত আদায়, শিক্ষক ও অভিভাবকদের গাইডলাইন ফলো করা জরুরী। সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা জিল্লুর রহমান সবাইকে মোবারকবাদ জানিয়ে বলেন, নতুন প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে নিয়মিত আসবেন, পরামর্শ দিবেন এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *