তামাবিলের ভাঙা রাস্তা থেকে বাঁচতে রংসাইডে বাস, দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

সিলেট

দুইদিনের ব্যবধানে সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০-১২ জন।

নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৫৯৪৮) হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় আশার পর মহাসড়কের ভাঙা স্থান থেকে রক্ষা পেতে রংসাইডে চলে গিয়ে জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাসের (ময়মনসিংহ ব ১১-০২৪৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি ময়মনসিংহ গৌরীপুর থেকে সিলেটের জাফলং ঘুরতে এসেছিল। আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *