তারুণ্যের সমাবেশ হবে দেশের গণতন্ত্র উদ্ধারের সমাবেশ সময় -বিশ্বনাথে সাইফ জুয়েল

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, আগামী ৯ জুলাই পূণ্যভূমি সিলেটে যে বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে, সেটা হবে দেশের সাড়ে ৪ কোটি ভোটারাধিকার বঞ্চিত তরুণদের সমাবেশ। সেই সমাবেশ হবে দেশের গণতন্ত্র উদ্ধারের সমাবেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। আর সেই তারুণ্যের সমাবেশ হতে পারে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বশেষ তারুণ্যের সমাবেশ। ইতিহাসে অংশ নেয়ার সময় এসেছে আপনাদের। এখনই সময় ইতিহাসের অংশ হবার। আর সবাইকে মনে রাখতে হবে দেশের সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে আমাদের অগ্রজ এম. ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন। আমরা এম. ইলিয়াস আলীকে কথা দিতে চাই, আপনার রেখে যাওয়া অসমাপ্ত যুদ্ধ ছাত্রদল পূরণ করবে।

তিনি মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নতুন বাজারে একটি কমিউনিটি সেন্টারে ‘আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক টিমের উপস্থিতিতে ‘উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল’ উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারজুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম অপু, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, আকতার আহমদ, কয়েছ আহমদ সবুজ, আবদুল কাইয়ুম, মামুন আহমদ, শাহ টিপু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন। এসময় অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *