
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ (রোববার, ৩ আগস্ট) প্রতিনিধি দলটি হাসপাতালে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।