তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আপনাদের সেবক হতে চাই

সিলেট

সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম বলেছেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে ধরে তিনি বলেন, এটা শুধু একজন তারেক রহমানের বক্তব্য নয়, একটি উন্নত ও আদর্শ বাংলাদেশ বিনির্মাণের যুগান্তকারী সহায়ক শক্তির অনুপ্রেরণা এই ৩১ দফা।

তিনি তার স্বামী প্রয়াত সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের অবদান স্মরণ করে বলেন, আমার স্বামী প্রয়াত সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আমৃত্যু এই মাটি ও মানুষের কল্যাণের রাজনীতি করে গেছেন। এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল উন্নয়ন অগ্রযাত্রায় নিবেদিতপ্রাণ একজন সেবক ছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালের বেডের রোগী কিংবা এলাকার উন্নয়ন, যেখান থেকেই ফোন আসতো আমার স্বামী মুহূর্তে ছুটে যেতেন। এই অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতেন তিনি। আজ তিনি নেই। কিন্তু তার রেখে যাওয়া কৃতকর্ম আজও বেঁচে আছে। তার প্রতি ভালোবাসা ও এই উপস্থিতি প্রমাণ করে তিনি এখনো আপনাদের হৃদয়েই রয়েছেন।

শনিবার বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় ‘সেলিম ভাই, সেলিম ভাই’ ধ্বনিতে মুখরিত জনতার সামনে তিনি এসব কথা বলেন।

জেবুন্নাহার সেলিম বলেন, প্রয়াত দিলদার হোসেন সেলিমের মতো আমিও আমার পরিবারও ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে চাই। এরই লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমি সিলেটের এই ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সেবক হতে চাই, তাই আসন্ন নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আপনারা যদি এইভাবে সমর্থন দিয়ে পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিএনপি হাইকমান্ড আমাকেই মনোনয়ন দেবেন।

তিনি তাকে সহযোগিতা করতে সর্বস্তরের নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহবান জানান।

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতা আব্দুশ শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মুক্তিযোদ্ধাদল জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, বিএনপি নেতা শমছির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *