তারেক রহমান আমাদের সম্পদ আত্নসাৎ করে লন্ডনে সম্পদের পাহাড় গড়েছে -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ক্যান্টনমেন্টে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্র ও বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে জন্ম হয়েছে বিএনপির। বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণতন্ত্র পূণঃ:উদ্ধার করে দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর এখন সেই বিএনপিই বলছে দেশে নাকি গণতন্ত্র নেই। জিয়াফর রহমান ‘স্ব-পরিবারে বঙ্গবন্ধু’কে হত্যা করার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য রাস্তায় মিছিল-মিটিং করতে পারেননি, আমরা মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনতে ও জয় বাংলার স্লোগান দিতে পারিনি এবং শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করতে পারিনি। অথচ আজ সেই বিএনপি আরাম-আয়েশেই রাজপথে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করতে পারছে, আওয়ামী লীগ তাদেরকে কোনো বাঁধাই দিচ্ছে না।

তিনি মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারের দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রেনেড হামলা ও দূর্নীতি বৃদ্ধি পাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষও নিরাপদ থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মুখে হাসি ফুঁটে। আওয়ামী লীগের মাধ্যমেই মানুষ তাদের প্রাপ্য অধিকার পান। আর বিএনপি ক্ষমতায় এলে জিয়া ও খালেদার পুত্র তারেক দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। আজ তারেক আমাদের সম্পদ আত্নসাৎ করে  লন্ডনে সম্পদের পাহাড় গড়েছে। আর সেখানে বসে বসে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছে প্রধানমন্ত্রীকে হত্যা করার পাশাপাশি দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল ষড়যন্ত্রের প্রতিহত করছেন।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল কাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সদস্য আছাব উদ্দিন, মাকুন্দা সম্পাদক খালেদ আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু।
বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ রব, আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন।
সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *