বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান, দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজারস্থ তাতিপাড়া গলির মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদের পরিচালনায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো: নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, আমজাদ হোসেন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছবিউল হোসাইন সহ বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শেয়ার করুন