বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়ে বন্যার্তদের জন্য ব্যাকুলতা থাকা উচিৎ
—মাহমুদুর রহমান দিলাওয়ার
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সম্বলহীন মানুষেরা সহায়তাকারীদের প্রতীক্ষায় প্রহর গুনে। বিবেকবান প্রতিটি ব্যক্তির হৃদয়ে তাদের জন্য ব্যাকুলতা থাকা উচিৎ। সিলেটের স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিবর্গের ইতিবাচক কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে তাহসীনুল কুরআন ইউকে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে।
তিনি বৃহস্পতিবার রাতে তাহসীনুল কুরআন ইউকের উদ্যোগে সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তির কাছে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তাহসীনুল কুরআন ইউকের ডিরেক্টর মো. একরামুল হকের ব্যবস্থাপনা ও ব্যাংকার তানভীর আহমদ শাকিলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সিলেট পাইলট স্কুল এসওএস (স্পিরিট অব সিলেট) ৯৮ ব্যাচের পক্ষে অর্থ গ্রহণ করেন মো. আতিকুর রহমান। দু’দিন ব্যাপী অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে আরও অর্থ গ্রহণ করেন যথাক্রমে ঝর্ণা তরুণ সংঘের পক্ষে আব্দুল মুমীন, সিলেট পাইলট স্কুল এলামনাই ইউকের পক্ষে মো. আশরাফুল ওয়াহিদ, সিলেট পাইলট স্কুল ৯৭ ব্যাচের পক্ষে জাভেদ সুফিয়ান, সিলেট পাইলট স্কুল ৯৯ ব্যাচের পক্ষে ইশতিয়াক আহমদ, সিলেটের বিয়ানীবাজার উপজেলার জন্য সিলেট পাইলট স্কুলের প্রধান শিক্ষক কবির খান, জৈন্তাপুর উপজেলার জন্য গোলজার আহমদ, গোয়াইনঘাট উপজেলার জন্য মো. আম্বিয়া, সিলেট সিটি ও সুনামগঞ্জের জন্য মীযানুর রহমান জুবায়ের।
শেয়ার করুন