তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে  আবুল হোসেন (২৫)নামে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশি যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাশিদ এ প্রতিবেদককে বলেন, দিন-দুপুরে বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে ঢুকে লাকড়ি (জ্বালানি) আনতে গিয়ে পাথর পিছলে নিচে পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, প্রতিদিনই সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে কয়লা, পাথর ও লাকড়ি নিয়ে আসে সীমান্তে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা। এসব কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে অনেক বাংলাদেশি মারা যাচ্ছে, কেউ কেউ মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিষয়টি জানতে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়ন অধিনায়কের সরকারি মোবাইল নম্বর যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। পরে এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাতেও কোনো সাড়া দেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *