তিনদিন ছুটি : সিলেটে খালি নেই কোনো হোটেল-রিসোর্ট

সিলেট

আগামী তিন দিনের সরকারি ছুটি সামনে রেখে সিলেটে লাখো পর্যটকের ঢল নামতে যাচ্ছে। এই ছুটি উপলক্ষে এরইমধ্যে বুকিং হয়ে গেছে তারকা হোটেল শুরু করে সব ধরনের হোটেল-রিসোর্ট। কোথাও কোন হোটেলের কক্ষ খালি নেই। এতে করে অনেক পর্যটক তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার (১লা  মে) মে ডে’র ছুটি। পরের দুদিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় এই লাখো পর্যটকের সমাগম ঘটছে।

ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাজ করেন তামিম

চৌধুরী। তিনি এই ছুটিতে সিলেট আসতে চেয়েছিলেন। গত সোমবার যোগাযোগ করেন হোটেল অর্কিড গার্ডেনে কিন্তু হোটেল থেকে সাফ জানিয়ে দেয়া হয় সব কক্ষ বুকিং হয়ে গেছে। এরপর তামিম লোক মারফতে যোগাযোগ করেন অন‍্যান‍্য সেখানেও কোনো কক্ষ খালি পাওয়া যায়নি। এমন অসংখ্য পর্যটক সিলেট আসতে চাইলেও হোটেল খালি না পাওয়ায় সফর বাতিল করেছেন।

সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রাখছেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন। উন্নতমানের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে ইতোমধ্যে।

সিলেট ট্যুরিজম ক্লাবের সভপতি হুমায়ুন কবির লিটন বলেন, ছুটির তিন দিনে সিলেটে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। বিষয়টি সিলেটের পর্যটন খাতের জন্য খুবই ইতিবাচক।

হোটেল অর্কিড গার্ডেনের ডাইরেক্টর সারওয়ার খান বলেন, হোটেলসহ কোনো হোটেলে কক্ষ খালি নেই। অনেক পর্যটকদের তারা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ সাপ্তাহিক ও বিভিন্ন ছুটির সময় সিলেটে পর্যটকদের ভিড় থাকে। এসব দিনে পর্যটকদের নিরাপত্তায় সিলেটে বিশেষভাবে সতর্ক ও প্রস্তুত থাকে ট্যুরিস্ট পুলিশ। আগামী তিন দিনও এর ব্যতিক্রম ঘটবে না। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *