মাত্র তিনদিন আগে সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছিলো। তবে তিনদিন আগে গঠিত মহানগর কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) মহানগরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন শেষে দুই ইউনিটের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
তবে জেলা কমিটি ঠিক থাকলেও গঠনের ৫ নভেম্বর মহানগরের নবকমিটি বাতিল করে আগের কমিটিকে পুনর্বহাল করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে মহানগর কমিটিতে সভাপতি হিসেবে সিটি কাউন্সিলর শাহানারা বেগমকেই রাখা হয়েছে। আর সাধারণ সম্পাদক পদে আগের কমিটির আছমা কামরানকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার গঠিত কমিটিতে আছমা কামরানকে সহসভাপতি করা হয়েছিলো।
উল্লেখ্য, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সালমা সুলতানা, সিনিয়র সহসভাপতি হয়েছেন এ. জেড রওশন জেবিন রুবা ও সাধারণ সম্পাদক হয়েছেন হেলেন আহমদ।
শেয়ার করুন