বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শোক পালিত হবে। এ ছাড়া জানাজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন।
ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোকাহত দেশবাসীর উদ্দেশ্যে গভীর শোক ও সমবেদনা জানিয়ে দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। ভাষণের শুরুতে ড. ইউনূস বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাক
তিনি প্রয়াত নেত্রীর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও কর্মী–সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত কামনা করেন।
ড. ইউনূস বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ছিলেন ‘পরম মহিমান্বিত ব্যক্তিত্ব’ গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, সরকারি-বেসরকারি ভবনে অর্ধনমিত থাকবে পতাকা
প্রধান উপদেষ্টা বলেন, এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়। শোকের এই সময়ে দেশের মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানাজাসহ সব ধরনের শোক পালন কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ভাষণে তিনি ঘোষণা দেন, তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি কার্যকর থাকবে। জাতীয় প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং সরকারি-বেসরকারি ভবনে শোকের প্রতীক হিসেবে পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও তিনি জানান।
ভাষণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, শোকের এই মুহূর্তে আমরা সবাই ধৈর্য ও ঐক্যের পরিচয় দেব—এই প্রত্যাশা করি। মহান আল্লাহ আমাদের শক্তি ও সংযম দান করুন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫