তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

জাতীয়

সরকার অবৈধভাবে আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার (১৯ নভেম্বর) এ কথা জানান এবং উল্লেখ করেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের নাগরিক, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের নিরাপত্তার নানা স্তর এ উদ্যোগের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী, বিডা, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, ব্যাংকিং খাত, বিএফআইইউ এবং এনবিআরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা একযোগে কাজ করছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত জরুরি।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অবৈধ মোবাইল ফোনের মাধ্যমে সিমের ভুল রেজিস্ট্রেশন ও eKYC, জুয়া, এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, প্যাটেন্ট ও প্রযুক্তিগত রয়্যাল্টি ফাঁকি, আয়কর ও শুল্ক ফাঁকি, এবং অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি ইত্যাদি অপরাধ সংঘটিত হচ্ছে।সরকার লাগেজ পার্টি, ভুয়া এইচএস কোড ব্যবহার, সীমান্ত চোরাচালানি ও কেজি দরে অবৈধ আমদানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। তিনি আরও বলেন, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পের উন্নয়নকে বাধা দেওয়া চলবে না এবং ডিজিটাল অপরাধের বিস্তার রোধে কঠোর লড়াই চালানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *