তীব্র যানজটে নাকাল ইইউ রাষ্ট্রদূত

জাতীয়

সরকারি চাকরিতে কোটাবিরোধীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে রাজধানীবাসীকে পড়তে হয়েছে তীব্র যানজটে। আন্দোলনের কারণে চলতে পারেনি গাড়ি। নাকাল রাজধানীবাসী।

এমন পরিস্থিতিতে বুধবার তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।

ভিডিওতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে ছিলেন ইইউ’র ডেপুটি হেড অব মিশন বার্নড স্পানিয়র।

এসময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নডকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশে যাত্রা করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *