শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের পাশাপাশি দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাতভর। বাদ যায়নি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনও।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার পর ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়েছে; দেওয়া হয়েছে আগুনও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।
এর আগে ভোলা শহর থেকে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা তোফায়েল আহমেদ বাড়ির সামনে আসে। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় এই বাসা থেকেই তোফায়েল আহমেদ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদকে ফোন করলে তিনি গণমাধ্যমকে জানান, রাত সোয়া তিনটা পর্যন্ত তারা আগুনের কোনো ফোন পাননি।
শেয়ার করুন