জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট প্রতিপালনের প্রস্তুতিমূলক সভা গতকাল বুধবার (৩ আগষ্ট) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মঈন উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা, মোঃ ইফতেখার চৌধুরী, সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক প্রমুখ। বিজ্ঞপ্তি
শেয়ার করুন