দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।
সভায় মোগলাবাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় হিজড়াদের উৎপাত বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু সালমান মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহ সভাপতি মোঃ রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদন কান্তি সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজ তানিয়া লাইজু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ মামুনুর রশীদ, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক। বিজ্ঞপ্তি
শেয়ার করুন