দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিদায় সংবর্ধনা ও একাডেমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টায় কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও একাডেমিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মোঃ তাহের বিল্লাল খলিফা।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, সহকারী অধ্যাপক মতিউর রহমান,
বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ম পরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, বিভাগীয় প্রধান
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক জয়নুল ইসলাম, শ্যমলী চক্রবর্তী, ছালমা ইয়াসমিন এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
পরে দীপক চন্দকে আহবায়ক, অভিজিৎ চক্রবর্তীকে সদস্য সচিব ও নুরজাহান খাতুনকে ট্রেজারার করে একাউন্টিং এসোসিয়েশনের
২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।