সিলেট নগরীর শাহজালাল মাজার এলাকার দরগাবাজারের একটি আবাসিক হোটেল থেকে মাদক সেবনের সময় হাতেনাতে ৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার(১২ এপ্রিল) রাত ৩ ঘটিকার সময় দরগা বাজার এলাকার নিউ জালালি হোটেল থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজারের পাতন গ্রামের আইনুল মিয়ার পুত্র ইজ্জল(২৪)।একই উপজেলার নয়াগ্রামের হরিদাসের পুত্র লিটন দাস।মোল্লাপুর গ্রামের লতিফ মিয়ার পুত্র আফজল।গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর গ্রামের নরজুল মিয়ার পুত্র রফিক।সিলেট নগরীর কাজীটুলার আক্তার হোসেনের পুত্র আশফাক ও জকিগঞ্জ থানার মকদ্দস আলীর পুত্র ও নিউ জালালি হোটেলের ম্যানাজার রিপন মিয়া।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সাব-ইনসপেক্টর কামরুল ইসলাম।
এসময় তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদের নেতৃত্বে আমাদের একদল পুলিশ দরগা বাজারের নিউ জালালি হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসি।এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।
শেয়ার করুন