কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।
যদিও নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নেইমারকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে ৭ গোল হজম করে ব্রাজিল। আবার সেই পুরনো ইতিহাস ফিরবে না তো!
নেইমারের ইনজুরি নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক জেরডেন শাকিরি বলে গেলেন, ‘নেইমার দলে না থাকায় আমাদের জন্য ভালো হতে পারে। তবে এটা নিয়ে আমরা ভাবছি না। নিজেদের খেলাটাই খেলতে চাই। আর ব্রাজিল কেবল নেইমারনির্ভর দল নয়। দলটার নাম ব্রাজিল। সুতরাং, মাদেরকে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’
শেয়ার করুন