ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
দলীয় শৃংখলা ভঙ্গ করে দল বিরুধী কাজের সাথে জড়িত থাকার সুস্পস্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের বিশ্বনাথে ৩ যুবদল নেতাকে শোকজ করেছে উপজেলা যুবদল।
শোকজ নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে স্বশরীরের উপস্থিত হয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়ন যুগ্ম আহবায়কের কাছে শোকজের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আর শোকজের জবাব না দিলে শোকজ করা ওই ৩ নেতার বিরুদ্ধে যেকোন সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন- উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আছকর আলী এবং দশঘর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আব্দুর রকিব ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান।
সোমবার (৩ জুলাই) বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরিত উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামসুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের ৩ নেতাকে শোকজ করার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
শেয়ার করুন