দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ডিগ্রী ক্লাবের বরণ

সিলেট

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নিয়েছে এমসি কলেজের ডিগ্রী ক্লাব। সোমবার (১৬ অক্টোবর) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১ নং কক্ষে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এমসি কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছা.তানিয়া ইসলামের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিগ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল বাছিত, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।

ডিগ্রী ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের মো.হামিদুল হক, রুহেল আহমেদ, দ্বিতীয় বর্ষের রিহান আহমেদ, প্রথম বর্ষের সবুজ মাশরাফি প্রমুখ।

সভা শেষে ডিগ্রীতে ভর্তি হওয়া নবীনদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মো.রেদওয়ান হুসাইনকে আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি প্রকাশ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *