দিরাইয়ে আওয়ামীলীগ নেতা প্রদ্যুৎ তালুকদারের নেতৃত্বে উন্নয়ন প্রচারণা সমাবেশ

সুনামগঞ্জ

দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারের নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণা নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা শামীম আহমদের সঞ্চালনায় ও তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, প্রদ্যুৎ কুমার তালুকদার।
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের উদ্বৃতি দিয়ে বক্তব্যে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, প্রধামন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট, তরুণ, উদ্যমী নেতৃত্ব প্রয়োজন। দিরাই-শাল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিলে, দিরাই-শাল্লার সকল শ্রেনি-পেশার মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করে যাবো।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়ল ইউনিয়নের সাবেক সদস্য আলী আজগর আঙ্গুর, যুবলীগ নেতা নীহার রঞ্জন দাস দিলু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা প্রান্ত তালুলদার, করিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রতন সূত্রধর প্রমুখ।
সমাবেশ শেষে ধল বাজারে গণসংযোগ করেন প্রদ্যুৎ কুমার তালুকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *