দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় কর্ণগাঁও বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক ইউপি সদস্য জাবিরনুর চৌধুরী জাবেদ ও আওয়ামীলীগ নেতা ছদরুল ইসলামের যৌথ পরিচালনায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু গকূল মনি দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, সাবেক সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিফা সিনহা, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, আওয়ামী লীগ নেতা আলী হোসেন তালুকদার, এলাইচ মিয়া, সাবেক মেম্বার সিজিল মিয়া, আব্দুল্লাহ মিয়া, মাওলানা রেজাউল করিম, পরিমল দাস, মহরম আলী, মিহির চৌধুরী, গয়েছ মিয়া, সুফল আহমদ, জামাল মিয়া, দিলিপ দাস মোশায়েল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেয়ার করুন