দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩মার্চ সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের জন্য নানা কর্মসূচী গ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।