দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার্তদের মাঝে খেজুর বিতরণ করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রবিবার (৩ জুলাই) দুপুরে দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন গ্রামের বন্যাকবলিতদের মধ্যে ১ হাজার ২০০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম,
জেলা ওয়ার হাউস ইনস্পেকটর মো. মামুনুর রশিদ মামুম, দিরাই থানার এস আই মো. আমির হোসেন, দিরাই ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ ইমরুল কায়েস প্রমুখ।