দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া গ্রামে কয়েল লাকড়ির মিলে বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল(২৫) নামের এক কয়েল লাকড়ি শ্রমিক মৃত্যু হয়েছে। সে ভাটিপাড়া গ্রামের আব্দুর রিজিক ছেলে।
জানাজায় শুক্রবার ফজরের নামাজের পর প্রত্যক্ষদর্শী ফিকুল মিয়া নামে একজন মিলের শব্দ শুনতে পেয়ে মিল মালিক জমির হোসেন কে ঘুম থেকে ডেকে তুলেন এবং বলেন মিল কি যেন শব্দ হয়েছে। তৎক্ষণাত ঐ মালিক জমির হোসেন গিয়ে দেখতে পান তাঁর লাকড়ি বানানোর কাজে নিযুক্ত শ্রমিক মাটিতে পড়ে আছে এবং বিদ্যুৎ পিষ্ট। মেইন সুইচ বন্ধ করলেও শ্রমিক আতিকুলকে বাঁচাতে পারেনি।
এ সংবাদ চারদিকে ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলতেছে। এ ব্যপারে অপমৃত্যুর মামলা হবে।